Breaking
9 Jan 2025, Thu

গোপীবল্লভপুর ও বিনপুরে দুই নাবালিকা অপহরণের ঘটনায় নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তারে সাফল্য পুলিশের!


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম জেলার দুটি থানা এলাকায় দুই নাবালিকা অপহরণের ঘটনায় জোড়া সাফল্য পেল পুলিশ। গোপীবল্লভপুর ও বিনপুর থানা এলাকা থেকে দুই নাবালিকা অপহরণের ঘটনায় পুলিশ উদ্ধার করেছে দুই নাবালিকাকে। পাশাপাশি ওই ঘটনায় অপরহণকারী দুই যুবককেও গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। খুব কম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে খুশি নাবালিকাদের পরিবার। বিনপুর থানার পুলিশ বারো বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনায় ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া চাউলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার হাঁসদাকে গ্রেপ্তার করেছে। এদিন তাঁকে ঝাড়গ্রামের সিজেএম আদালতে তোলা হলে বিচারক এডুইন লেপচা অন্তর্বতী শর্তাধীন জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে, চোদ্দ বছরের নাবালিকাকে অপহরণের ঘটনায় গোপীবল্লভপুর থানার পুলিশ সুবোধ সরেনকে গ্রেপ্তার করেছে। ঝাড়গ্রামের এসিজেএম বিচারক ঋষি কুশারী সুবোধকে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন। আর নাবালিকাকে তার বাবার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Developed by