জেএনএফ ওয়েব ডেস্ক :- সেপটিক ট্যাঙ্ক এর মিথেন গ্যাসের দমবন্ধ হয়ে মৃত্যু হল দুজনের। পাশাপাশি আহত হয়েছেন আরও দুইজন। খবরের প্রকাশ, মঙ্গলবার জলপাইগুড়ি কালিয়াগঞ্জ এর জোড়া কদমের একটি নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে কালিয়াগঞ্জ এ। মৃতরা হলেন অনন্ত রায়(২০), নাথুয়া পাড়ার বাসিন্দা।
আলিম মহমদ (৩০)কালিয়াগঞ্জ এর বাসিন্দা। আহতরা হলেন রহিম মহম্মদ(৪০), বিপুল রায়(৩৪)। স্থানীয় বাসিন্দারা জানান, জলপাইগুড়ি সদর ব্লকের জনৈক লক্ষ্মী নারায়ন রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের সাটারিংখোলার কাজ চলছিল। আর তা খুলতে গিয়েই বিপত্তি। সাটারিং খুলতে একজন প্রথমে নামে।ভেতরের মিথেন গ্যাসে চারজনই বেশ কিছুক্ষণ ভেতরে পরে থাকেন। তার মধ্যে দুজনের মৃত্যু হয়।