Breaking
4 Jan 2025, Sat

জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্যসের প্রতিনিধি দল এসে পৌঁছাল বাগডোগরা বিমানবন্দরে

জেএনএফ ওয়েব ডেস্ক :- রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করতে জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্যরা প্রতিনিধি দল এসে পৌঁছাল বাগডোগরা বিমানবন্দরে। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ বলেন যে আমরা এখান থেকে সোজা মালদা যাব। এবং আজকে মালদার নিউ সার্কিট হাউসে থাকবো। গতকাল গোটা দিন আমি মালদায় থাকবো। আর আপনাদের মাধ্যমে আমার একটা অনুরোধ যে মালদা নিউ সার্কিট হাউসে ভোটপরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছে তারা আমাদের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিতে পারেন। কালকে সন্ধ্যা পর্যন্ত মালদায় থাকবো। এরপর রাতেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিব। বৃহস্পতিবার মালদায় থাকবো। এবং বৃহস্পতিবার রাতেই কলকাতায় যাব। কলকাতা থেকে এরপর দিল্লি যাব ১৩ জুলাইয়ের আগে রিপোর্ট কোর্টে পেশ করবো। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান মালদার উদ্দেশ্যে।

Developed by