জেএনএফ ওয়েব ডেস্ক :-আলিপুরদুয়ার:- মঙ্গলবার ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিরাট বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয় ফালাকাটা শহরে। এদিন প্রথমে ফালাকাটা ব্লক কার্যালয় থেকে প্রতীকী স্কুটির সব দেহ নিয়ে ফালাকাটা শহর পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শন করে ফালাকাটা মেইনরোড ট্রাফিক মোড়ে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করা হয়। এদিন ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার গঠনের পর বলেছিল অচ্ছে দিন আয়া হে, আর এখন পেট্রোল ডিজেল এর দাম সেঞ্চুরি পার করল গ্যাসের দামও আকাশ ছোঁয়া। যুব তৃণমূল এর প্রতিবাদ করছে।”