জেএনএফ ওয়েব ডেস্কঃ- রোদ ঝড়-বৃষ্টিতে ট্র্যাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছেন। এই কারণে সকলে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পাচ্ছেন। এই কারণে জলপাইগুড়ি সদর ট্র্যাফিকে কর্মরত সকলকে রেনকোট তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল শহরের একটি ক্লাব। মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার এক কর্মসূচির মধ্য দিয়ে ক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশের হাতে একশোটি রেন কোট তুলে দেওয়া হয়। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ঢালি, ডিএসপি (হেড কোয়ার্টার) সমীর পাল ও কলকাতা হাইকোর্ট
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী, কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার ও সদর ট্র্যাফিক ওসি বাপ্পা সাহা। এদিনের মঞ্চ থেকে সিভিক ভলেন্টিয়ারদের রেককোট তুলে দেওয়া।