Breaking
11 Jan 2025, Sat

যানজট নিয়ন্ত্রণ করতে দোকানদার সঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশের বৈঠক

জেএনএফ ওয়েব ডেস্ক:- বাড়ছে যানজট জলপাইগুড়ি শহরে। দখল হচ্ছে ফুটপাতও। আর এসব বিষয় নিয়ন্ত্রণ করতে এবার জলপাইগুড়ি সদর ট্রাফিক বৈঠকে বসল শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলির সাথে। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসির নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হল সদর ট্রাফিক থানায়। বৈঠকে শহরের তিনটি ব্যবসায়ী সংগঠন- দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও গার্মেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন  বলে জানা গিয়েছে। বৈঠকের পর দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, এদিন  ট্রাফিক ওসির আবেদনে  বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। দিনবাজারে প্রতিনিয়ত ভির বাড়ছে, ফলে যানজট একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি করে এসব এড়ানো যায়, পাশাপাশি ফুটপাত দখল করে বিভিন্ন দোকানের মালপত্র সেখানে রাখা হচ্ছে। সেসব যাতে নিয়ন্ত্রণ করা যায়- সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Developed by