Breaking
11 Jan 2025, Sat

নদীয়ার শান্তিপুরের নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা ভাগীরথী পেরিয়ে বর্ধমানে

জেএনএফ ওয়েব ডেস্ক :- নিম কাঠের তৈরি জগন্নাথ , বলরাম এবং সুভদ্রা শান্তিপুর থেকে রথ যাত্রা উপলক্ষ্যে পাড়ি দিচ্ছে বর্ধমান । শিল্পী অশোক রায়ের সাথে কথোপকথনে জানা যায়,কোনো জোড়া নয় নিম গাছের গুড়ি, বাটালি এবং হাতুড়ির সাহায্যে খুদে অসাধারণ শিল্প কর্ম করে তাতে রং লেপন করে তুলির শেষ টান দিয়ে কাঠের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নির্মাণ করতে সময় লেগেছে প্রায় আট থেকে নয় মাস । নদিয়ার শান্তিপুর শহর অন্তর্গত চরক তলা বেড়পাড়া এলাকার কে সি দাস রোডে অবস্থিত এই কাষ্ঠ শিল্পী জানালেন ছোট থেকেই কাঠের তৈরি সুনিপুণ শিল্প কর্মের প্রতি নিবিড় ভালোবাসার টান তার নেশাকে পেশায় পরিণত করেছে । তার তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা বছর পাঁচেক আগে গেছে পুরিতে। প্রতি বছরই বিভিন্ন জেলায়, যেত এতদিন! কিন্তু গত বছর লকডাউনে কোন অর্ডার পেয়েছিলেন না তিনি। তবে এ বছর আট মাস আগে , এই অর্ডারটি পেয়ে খুশি শিল্পী। তার কথায় পারিশ্রমিক, অর্থপ্রাপ্তির থেকেও একজন শিল্পীর কাছে বড় সৃষ্টি। আর সেটা বন্ধ থাকলেই মন খারাপ লাগে। তিন ফুট লম্বা এবং কুড়ি ইঞ্চি ব্যাসের তিনটি নিমের গুড়ি কে ঠাকুরের আকৃতি দিতে যথেষ্ট ধৈর্য লাগে, তাই অন্যান্য কাজের অবসরে এটি তৈরি করা হয়েছে। শুধু এই ঠাকুর বলে নয় যে কোন ঠাকুরের মূর্তি গড়া হয় নিম কাঠে, কারণ ঘুণ না ধরেই অনায়াসে অক্ষত থাকে প্রায় তিন চার পুরুষ! তবে বছর পাঁচেক অন্তর অন্তর রং করলে আরো বেশি দিন সুন্দর থাকে বলেও জানিয়েছেন তিনি।

Developed by