Breaking
11 Jan 2025, Sat

১কোটি ৭০ লক্ষ টাকার গাজা উদ্ধার করল আলিপুরদুয়ার জেলা আবগাড়ি দফতর

জেএনএফ ওয়েব ডেস্ক:- গোপন সুত্রে খবর পেয়ে ১ কোটি ৭০ লক্ষ টাকার গাজা উদ্ধার করল আলিপুরদুয়ার জেলা আবগাড়ি দফতর। ক্যান্টারে বোঝাই করে প্রায় ১২০০ কেজি মনিপুরি গাজা গৌহাটি থেকে কলকাতা যাচ্ছিল।  গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চাকায় আলিপুরদুয়ার জেলা আবগারি দফতর। আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের দুর্গাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর ক্যান্টারটিকে আটক করে আবগারি দফতর। ক্যান্টারের ভেতর থেকে ১২০০ কেজি গাজা উদ্ধার হয়। গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ওই দুইজনকে হেফাজতে নিয়ে ঘটনার শেকর খুজতে চায় জেলা আবগাড়ি দফতর।

Developed by