Breaking
11 Jan 2025, Sat

ফুলবাড়ির মহানন্দা নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :-সোমবার ফুলবাড়ির মহানন্দা নদী থেকে উদ্ধা এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন সকালে প্রথমে এক মহিলার মৃতদেহকে ভাসতে দেখেন স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে স্পিট বোর্ডের সাহায্যে সেই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। যদিও পুলিশ ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে। অপরদিকে কি ভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Developed by