Breaking
11 Jan 2025, Sat

জটেশ্বর করোনা প্রতিরোধ বাহিনীর উদ্যোগে চালু হলো  জি এন এম ও এ এন এম পড়ুয়াদের ফ্রি কোচিং সেন্টার

জেএনএফ ওয়েব ডেস্ক :- জটেশ্বর করোনা প্রতিরোধ বাহিনীর উদ্যোগে চালু হলো  জি এন এম ও এ এন এম পড়ুয়াদের ফ্রি কোচিং সেন্টার। সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাইমারি স্কুলে এই কোচিং সেন্টারের শুভ সূচনা হয়। এই কোচিং সেন্টার থেকে এলাকার শিক্ষার্থিদের বিভিন্ন ম্যাটেরিয়ালস, গাইড, প্রাকটিক্যাল ক্লাসের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান করোনা প্রতিরোধ বাহিনীর চেয়ারম্যান দেবজিৎ পাল। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর রায় চৌধুরী ছিলেন বিশিষ্ট সমাজ সেবী সুভাষ রায়, শ্যামল কর সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।

Developed by