Breaking
11 Jan 2025, Sat

দীর্ঘ ৪বছর বন্ধ থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললো জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে

জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে অবশেষে খুললো সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় খোলায় খুশি এলাকাবাসী। সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের ভাদোয়াটারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ চার বছর পর পুনরায় চালু করা হলো। এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়টি এক অনাড়ম্বর পূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনরায় চালু করতে আসেন আলিপুরদুয়ার DPSC এর চেয়ারম্যান গার্গী নার্জিনারি, জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) সুজিত কুমার সরকার, ফালাকাটা উত্তর মন্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক পিউ দে সহ অন্যান্য অতিথিগন।

Developed by