জেএনএফ ওয়েব ডেস্ক :- প্লাস্টিক মুক্ত শহর আগেই গড়ে তুলেছে রায়গঞ্জ পৌরসভা। এবার আরো একধাপ এগিয়ে গেলো। রায়গঞ্জ পৌর এলাকার মানুষকে এখন আর খোলা এলাকায় শৌচ কর্ম করতে হয়না। রাজ্য সরকারের আর্থসামাজিক সহায়তায় আজ সব বাড়িতেই শৌচাগার তৈরি করে দিয়েছে রায়গঞ্জ পৌরসভা। ইতিমধ্যেই রাজ্য সরকার রায়গঞ্জ পৌরসভাকে নির্মল পৌরসভার তকমা দিয়ে দিয়েছে। পৌরপতি সন্দীপ বিশ্বাস উপপৌরপতি অরিন্দম সরকারের যোগ্য নেতৃত্বে এই তকমা। যাকে সহযোগিতা করেন বাকী পঁচিশ কাউন্সিলর। উপপৌরপতি অরিন্দম সরকার শহরের জনসাধারণকে ধধন্যবাদ জানিয়ে বলেন সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ছাড়া একাজ করা সম্ভব ছিলনা।