জেএনএফ ওয়েব ডেস্ক :- পথ দূর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হল সোমবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলা পুলিশ উদ্যোগে ও ইটাহার থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণের সভাকক্ষে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয় ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার টোটো চালকদের নিয়ে। দিনের পর দিন জাতীয় সড়কে পথ দূর্ঘটনা বেরে চলেছে। ইতিমধ্যে পথ দূর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে টোটো চলাচল সম্পুর্ণ নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবুও টোটো চালকরা পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বেআইনি ভাবে জাতীয় সড়কে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে পথ দূর্ঘটনার শিকার হওয়ায় শিবিরের আয়োজনে ব্লকের টোটো চালকদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়কে টোটো চলাচলের নানান দিক নিয়ে সচেতন করার পাশাপাশি জাতীয় সড়কে যাতে টোটো চালকরা টোটো নিয়ে যাতায়াত না করে ও নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করা সহ পথ নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে ব্লকের শতাধিক টোটো চালকদের সচেতন করেন উত্তর দিনাজপুর জেলা সহ ইটাহার পুলিশ সহ ট্রাফিক পুলিশ আধিকারিকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও রাইডেন লেপচা, ট্রাফিক ডিএসপি নেওয়ান তামাং, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্ত, ট্রাফিক পুলিশ আধিকারিক দীপঙ্কর ঘোষ, অতুল ঠাকুর সহ অন্যান্যরা পুলিশ আধিকারিক গন।