Breaking
11 Jan 2025, Sat

রায়গঞ্জের বাপীর দিন কাটছে শেকল বাধা পায়ে মধ্যযুগের ক্রীতদাসের ন্যায়

জেএনএফ ওয়েব ডেস্ক :-
পায়ে পড়ানো লোহার শেকল। চলাফেরা করার সময় ভীষন কষ্ট হয়। শেকল বাঁধা দুটি পায়ে কালশিটে পরে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু জীবনের প্রথম দিকটা এমন ছিল না। বাপি একটা সময় বন্ধুদের সাথে স্কুলে যেত। গ্রামের মাঠে খেলাধুলো করত মনের আনন্দে। কিন্তু বছর দশেক আগে পালটে যায় তার ছন্দবদ্ধ জীবন। মানসিক রোগ ধরা পরে। জমানো সঞ্চয়ের মাধ্যমে শিলিগুড়িতে গিয়ে ছেলের চিকিৎসা করান পেশায় দিনমজুর  খোকন রায়। কিন্তু পরবর্তীতে অর্থের অভাবে বন্ধ হয়ে চিকিৎসা। দিনকে দিন বাড়তে থাকে মানসিক রোগ। বাধ্য হয়েই ছেলের পায়ে লোহার শেকল আটকে দেন পরিবারের সদস্যরা। খোকন বাবু বলেন,” গতকয়েক মাস ধরে পাড়াপ্রতিবেশীদের বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করতো বাপী। বাধ্য হয়েই শেকল দিয়ে বেঁধে রেখেছি। জমিজমা বেঁচে ছেলের চিকিৎসা করিয়েছি। এখন হাতে পয়সা নেই। সরকার এগিয়ে এলে ছেলেটাকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে পারবো। ” একই বক্তব্য জানিয়েছে পাড়াপ্রতিবেশিরা। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যা লক্ষী বর্মন বলেন,” ঘটনা শুনেছি। বাপী মানসিক ভারসাম্যহীন হওয়ায় লোকজনের বাড়িতে ঢুকে ভাঙচুর, করতো। বাধ্য হয়েই পরিবারের সদস্যরা তাকে আটকে রেখেছে। তবে ওর চিকিৎসার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। “

Developed by