জেএনএফ ওয়েব ডেস্ক :- সোমবার পেট্রোল-ডিজেল,রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি,ভুয়ো ভ্যাকসিন কান্ডে জড়িতদের শাস্তির দাবি, তৃতীয় ঢেউ আসার আগেই সকলকে বিনামূল্যে ভ্যাকসিন সহ বিভিন্ন দাবি নিয়ে শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং জেলা কমিটি। এদিন সকালে সকালে শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি তুলে দেন তারা। এই বিষয়ে সংগঠনের তরফে বলা হয় যে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম অতিরিক্ত বাড়ছে। মানুষের কাজ নেই,রোজগার নেই। তৃতীয় ঢেউ আসার আগে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনের জন্য টোকন সংগ্রহের জন্য মহিলাদের ব্যবস্থা করতে হবে। আর ভুয়ো ভ্যাকসিন কান্ডে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন।