Breaking
11 Jan 2025, Sat

নদীয়ার ভীমপুরে, গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হল ৪৫টি বিষাক্ত গোখরো সাপ

জেএনএফ ওয়েব ডেস্ক :-একটা দুটো নয়! ৪৫ টি গোখরো সাপ উদ্ধার । ঘটনাটি ঘটে নদীয়ার ভীমপুর থানার পলদা মুড়াগাছা মালদার পাড়ার বিধান হালদারের বাড়িতে । ৪৩ টি ছোট গোখরো সাপের বাচ্চা এবং ২ টি বড় গোখরো সাপ উদ্ধার হয় । আজ সকাল বেলায় বিধান বাবুর পরিবারের লোকজন বাড়ির কাজকর্ম করতে গিয়ে হঠাৎ তিন থেকে চারটি গোখরো সাপের বাচ্চা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন । এরপর স্থানীয় ওঝা কুক রোদা সাপুড়ে কে খবর দেওয়া হয়। সারা ঘরের মাটি খুঁড়ে ৪৩টি ছোট গোখরো সাপের বাচ্চা এবং ২টি বড় সাপ উদ্ধার করে সাপুরে । পরিবারের লোকজন মনে করছেন এখনও সাপ থাকতে পারে । গোটা এলাকায় সাপ উদ্ধার কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। তবে উদ্ধারকারী ওই সাপুড়ে সূত্রে জানা যায়, বনদপ্তর এর সাথে যোগাযোগ চলছে, সাপেদের গোটা পরিবার সহ নিরাপদ আশ্রয় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাদের।

বাইট,গোপাল হালদার বাড়ির সদস্য।

Developed by