Breaking
11 Jan 2025, Sat

পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ডাকে  বিক্ষোভ  প্রদর্শন ও মিছিল

জেএনএফ ওয়েব ডেস্ক ঃ  পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানো, সকলের জন্য বিনামূল্যে ভ্যাক্সিনের ব্যবস্থা সহ অন্যান্য  দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ডাকে ১থেকে ৭ জুলাই প্রতিবাদ সপ্তাহ চলছে রাজ্য জুড়ে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার জলপাইগুড়ি শহর লোকাল কমিটির উদ্যোগে জলপাইগুড়ি শহরের বৌবাজার বাজার চত্বরে বিক্ষোভ  প্রদর্শন ও মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন লোকাল কমিটির সদস্য সুজয় লোধ,  দীপ্তাংশু ভৌমিক, শ‍্যামল দাস, ঝনা রায়  সহ অন্যান্যরা‌ ।

Developed by