Breaking
11 Jan 2025, Sat

ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে নদীর পাড়ে মদের আসরে হানা পুলিশের,আটক ৩

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে নদীর পাড়ে মদের আসরে হানা ফাঁসিদেওয়া থানার পুলিশের। এরপর সেখান থেকে তিনজনকে আটক করল পুলিশ। যদিও পুলিশি দেখে পালিয়ে যায় বেশ কয়েকজন। এই বিষয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে নদীর পাড়ে চলছিল মদের আসর। সেই খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে লাগাতার অভিযান চালানো হবে।

Developed by