Breaking
28 Dec 2024, Sat

তৃণমূল নেতার বাড়ি থেকে প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার !

আবারও তৃণমূল নেতার বাড়ি থেকে প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার চাপড়া থানার হাঁটরা এলাকায়।নদীয়ার চাপড়া এলাকা থেকে মাঝেমধ্যেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে বোমা।গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার তৃণমূল নেতা আক্কাদ শেখের বাড়ির থেকে এই বোমা ভর্তি জার উদ্ধার করে চাপড়া থানার পুলিশ।একটি প্লাস্টিক জারের মধ্যে প্রায় ১০ থেকে ১২ টি বোমা রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য উদ্ধার করে নিয়ে যায় চাপড়া থানার পুলিশ। এরপর বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়ারড কে খবর দেয় পুলিশ। তবে ওই নেতার দাবি কে বা কারা শত্রুতা করে তার বাড়ির মধ্যে রেখে গেছে ওই বোমা গুলি। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Developed by