জেএনএফ ওয়েব ডেস্ক :- বিজেপির এক সমর্থককে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের মাতাল হাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর বাজার এলাকায়। ওই ঘটনায় আহত হয়েছে ৩ জন। ওই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দিনহাটা হাসপাতালে নিয়ে আসে। পরে তাঁদের মধ্যে দুজন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বেশ কয়েকজন তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা লক্ষ্মীর বাজার এলাকায় বিজেপি কর্মী অধীর চন্দ্র বর্মণের দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়। তারপর হঠাৎ অধীর কে দোকান থেকে বের করে মারতে থাকে। তারপর তাঁকে এলোপাটারি চাকু দিয়ে কোপাতে থাকে। তারপর তাঁকে বাঁচাতে আসে তার মা এবং স্ত্রী বাঁচাতে আসলে তাঁকে মারধোর করা হয়। এবং অধীরের দাদাকে মারধোর করা হয় বলে অভিযোগ।
আক্রান্ত বিজেপি কর্মী অধীর চন্দ্র বর্মণের স্ত্রীর ববিতা বর্মন অভিযোগ করে বলেন, গতকাল রাতে হঠাৎ করে কয়েকজন তৃনমূলের লোকজন এসে আমার স্বামীকে মারধোর করতে শুরু করে। সেই সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন আমার শাশুড়ি মা, আমি এবং আমার ১৩ বছরের ছেলে। আমাদের সবাইকে মারধোর করে পালিয়ে যায় তৃনমূলের দুষ্কৃতীরা। ভোটের আগে থেকে তারা আমাদের টার্গেট করে রেখেছে এতদিন পারেন নাই। তাই গতকাল রাতে তারা সেই টার্গেট পূরণ করল। আমার পরিবারের সকলে আমরা আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এবিষয়ে তৃনমূলের স্থানীয় নেতৃত্বরা জানিয়েছে ওই ঘটনার সাথে তৃনমূলের কোন যোগ নেই।