জেএনএফ ওয়েব ডেস্ক:- জলপাইগুড়িতে বাঁধের রাস্তা ফের বেহাল। সমস্যায় স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি বালাপাড়া এলাকার জাতীয় সড়ক থেকে জুবলি পার্ক পর্যন্ত বাঁধের রাস্তাটির কাজ চলছিল। কিন্তু বর্ষার শুরুতেই ফের ভাঙতে শুরু করেছে রাস্তার বিভিন্ন অংশ। পাশাপাশি বড় বড় রেন কাটের সৃষ্টি হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রাজেশ রায় বলেন, রাস্তার কাজ ঠিকঠাক চলছিল। বর্ষার কারণে কাজ বন্ধ হয়ে গেছে দেখছি। চার পাঁচ দিন বৃষ্টির ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় রকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অসীম রায় বলেন, ইরিগেশন দপ্তর থেকে কাজ চলছিল বলে জানতাম। হঠাৎ কি কারণে বন্ধ হয়ে গেছে জানিনা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অসীম বাবু।