Breaking
25 Dec 2024, Wed

কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে প্রায় ১৫০জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

জেএনএফ ওয়েব ডেস্ক :- রাজ্যের তৃণমূল কংগ্রেসের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে প্রায় ১৫০জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। রবিবার শান্তিপুর ডাকঘর পৌর বাজারে শান্তিপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন, পাশাপাশি দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণী কুমার রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন রক্তদান শিবিরের শেষে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন শান্তিপুর বিধানসভা এলাকার শহর ও ব্লকের প্রায় দেড়শ বিজেপি কর্মী। এ বিষয়ে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, লকডাউন থেকে কার্যত লকডাউনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য কর্মযজ্ঞ শুরু করেছে তা আর প্রশংসার বাকি থাকে না। তাই আজকে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তারা বিজেপির প্রতি আস্থা রাখতে পারছে না বলেই তৃণমূলের পতাকা তলে থেকে আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। তাই আজকে এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিজেপির প্রায় দেড়শ জন কর্মীকে তৃণমূলে যোগদান করালাম।

Developed by