Breaking
1 Nov 2024, Fri

তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মাথাভাঙ্গার চ্যাংড়াবান্ধায়


জেএনএফ ওয়েব ডেস্ক :- তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মাথাভাঙ্গার চ্যাংড়াবান্ধায়। রবিবার চ্যাংড়াবান্ধায় দেবী কলোনি সংলগ্ন মৈনাক হিলস ‘টি এস্টেট’-এর শ্রমিক সংগঠন আইএনটিটিউসি শাখার পক্ষ থেকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ওই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, আইএনটিটিউসি সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, মৈনাক হিলস টি এস্টেট ডিরেক্টর সজ্জন বাগারিয়া, মৈনাক হিলস টি এস্টেট এর জেনারেল ম্যানেজার সমিত সরকার, জয়েন্ট জেনারেল সেক্রেটারি টিডিপিডবলুএউ মনোজ কারকিডুলি, জলপাইগুড়ি জেলা শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি স্বপন সরকার, মেখলিগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিভাম রায় বসুনিয়া সহ আরও অনেকে।
এদিন আইএনটিটিউসি সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বাড়ের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে খুব দক্ষতার সাথে এই করোনাকে সামলেছে। আমাদের মুখ্যমন্ত্রী আছে বলে ১৫ মাস ফ্রি রেশন আছে বলে আজকে শ্রমিকেরা নুন ভাত, সেদ্ধ ভাত খেয়ে বেঁচে আছেন। ইতি মধ্যে লক্ষ্মীর ভান্ডার বলে একটি প্রকল্প শুরু হতে, জাতে সরাসরি মহিলাদের একাউন্টে টাকা চলে আসবে, চলেছে যার দ্বারা গ্রাম বাংলার অসংখ্য দুস্থ মহিলারা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, আজকে এই রক্ত দান শিবিরে প্রায় ২০০ জন শ্রমিক বন্ধু রক্ত দেবেন। এই রক্তদান শিবির করেতে কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গার সিএমওএইচরা তাদেরে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে বলেন, “আমাদের কেন্দ্রীয় সরকার তো খুব গণতান্ত্রিক তাই তামিলনাড়ুতে ২৪০টি আসনে এক দফায় ভোট হয়েছে। কিন্তু আমাদের এখানে ২৯৪টি আসনে আট দফায় ভোট করিয়েছেন। যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা বহু গুন বেড়ে গেছে।
রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং অনুপ্রেরণায় আজকের এই রক্ত দান শিবির। এখানে আজ প্রায় ২০০ জনের মত রক্ত দেবেন। তাদের এই স্বেচ্ছায় রক্তদানে আমরা দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। এই রক্ত সাধারণ মানুষ পাবেন ? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এই রক্ত হাসপাতালের সিএমওএইচ-এর হাতে তুলে দেবেন।

Developed by