Breaking
26 Dec 2024, Thu

জটেশ্বর ১নং ও ২নং  তৃণমূল কংগ্রেসের উদ্দ্যেগে  পেট্রোলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ

জেএনএফ ওয়েব ডেস্ক :- রবিবার জটেশ্বর ১ নং ও ২ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয় জটেশ্বরে। এদিন প্রথমে ফালাকাটা ব্লকের জটেশ্বর পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তার পর জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় দেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। জানা গিয়েছে, এদিন যুব তৃণমূলের পক্ষ থেকে জটেশ্বর পেট্রোল পাম্প থেকে প্রতিবাদ মিছিলবের করে জটেশ্বর বাসস্ট্যান্ড পর্যন্ত বাইক ঠেলে নিয়ে আসা হয়। এদিনের ওই কর্মসূচিতে নেতৃত্বদেন ফালাকাটা ব্লক যুব তৃণমূলের সভাপতি শুভব্রত দে, যুব তৃনমূলের জেলার সাধারণ সম্পাদক দেবজিত পাল সহ অন্যান্য নেতৃত্ব।

Developed by