Breaking
26 Dec 2024, Thu

পেট্রোল সেঞ্চুরি করাতেই ,প্রতীকী বিক্ষোভে কেক কাটলো তৃণমূল ছাত্র পরিষদ !

জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোলের মূল্য একশোর ঘর পেড়িয়ে যাওয়ায় কেক কেটে প্রতীকী বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ।শনিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর পেট্রোল পাম্পে কেক কেটে পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে ছাত্র পরিষদের জটেশ্বর শাখার সদস্যরা।এদিন ফালাকাটা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুমন দত্ত চৌধুরী জানান, পেট্রোলের মূল্য সেঞ্চুরি করে ফেললো,তারেই প্রতিবাদে কেক কেটে আজকের এই প্রতিবাদ, এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তিনি।

Developed by