জেএনএফ ওয়েব ডেস্ক :- অশোক স্তম্ভ স্টিকার লাগানো বাইক আটক জলপাইগুড়িতে। এ যেন কোন এক দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের চিত্রনাট্য। শনিবার দুপুরে একটি অশোকস্তম্ভ সাটা বাইক দ্রুতগতিতে ছুটে চলেছে জলপাইগুড়ি শহর দিয়ে। আর তা দেখে, পেছনে আরেকজন বাইক নিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করছেন। অবশেষে? না, অবশেষে শেষ রক্ষা হয় নি অশোকস্তম্ভ সাটা সেই বাইক আরোহীর। আটক করা হয়েছে সেই বাইকটি। চাঞ্চল্যকর ঘটনাটি এদিন ঘটেছে জলপাইগুড়ি শহরের বেগুন্টারি ও কদমতলা মোড় এলাকার মধ্যে। জানা গিয়েছে, শহরের বাসিন্দা তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অজয় সাহা এদিন বাড়ি ফেরার সময় তার সামনে আরেকটি বাইকে অশোক স্তম্ভ লাগানো স্টিকার দেখতে পান। তৎক্ষণাৎ বাইকটিকে দাঁড়ানোর চেষ্টা করলে বাইক আরোহী দ্রুত গতিতে ছুটতে থাকেন বলে খবর। বেগুন্টারি থেকে পিছু নিয়ে শেষ পর্যন্ত কদমতলা মোড়ে এসে বাইক আরোহীকে দাঁড় করান তিনি। অজয় বাবু সেই বাইক আরোহী সদর ব্লকের কাদোবাড়ি এলাকার বাসিন্দা জনৈক লিটন রায়কে প্রশ্ন করেন, তিনি এটা করতে পারেন কি না। উত্তরে লিটন রায় বলেন, তিনি সেনাকর্মী। অশোক স্তম্ভ বাইকে লাগানো নিয়ে প্রতিবাদ করেন অজয় বাবু। সাথে সাথে খবর দেওয়া হয় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশকে। পুলিশ এসে বাইকটিকে আটক করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। বাইক থেকে খুলে ফেলা হয় অশোক স্তম্ভ। অজয় বাবু বলেন, অশোকস্তম্ভ লাগিয়ে যে কেউ এভাবে চলাফেরা করতে পারেন না। এটা বেআইনি। সকলের এটা বোঝা উচিত বলে তিনি মনে করেন।