Breaking
26 Dec 2024, Thu

মাথাভাঙ্গায় স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলের ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির সদস্যরা

জেএনএফ ওয়েব ডেস্ক :- মাথাভাঙ্গা শহরের স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলের ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির সদস্যরা। এদিন চতুর্থ শ্রেণীর অভিভাবকদের স্কুলে আমন্ত্রণ জানান হয়। স্কুল পড়ুয়াদের অভিভাবকদের হাতে শিক্ষা সামগ্রী ও একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক শেখ সামিম ইউসুফ , বিপুল বর্মন ও অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় এদিনের কর্মসূচি বাস্তবায়ন হয়।
এদিন এবিষয়ে প্রাক্তনী সমিতির পক্ষ থেকে শেখ সামিম ইউসুফ জানানো, বর্তমান লকডাউনের জন্য পড়ুয়াদের স্কুল বন্ধ আর পড়ুয়ারা যাতে বাড়িতে অভিভাবক তত্ত্বাবোধনে পড়াশোনা চালিয়ে যায় তার সঙ্গে পড়ুয়াদের উৎসাহিত করতে চারা গাছ দেওয়া হয়েছে আজকের কর্মসূচির মধ্য দিয়ে।

Developed by