Breaking
27 Dec 2024, Fri

টানা বৃষ্টিতে মেখলিগঞ্জে জলমগ্ন ৩০০ বাড়ি

,জেএনএফ ওয়েব ডেস্ক :- বৃষ্টির জল জমে মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ৯১ নম্বর বুথে জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। তাঁদের দাবি, ওই বুথ এলাকার প্রায় ৩০০ বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বিধানসভার অধিবেশনের কারণে কোলকাতায় রয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ৯১ নম্বর বুথ জলমগ্ন হওয়ার খবর পেয়েই তিনি দলের স্থানীয় নেতৃত্বকে ফোনে সেখানকার বাসিন্দাদের পাশে থাকার নির্দেশ দেন।
এদিন ওই নির্দেশ পেয়েই জলমগ্ন হয়ে থাকা বাসিন্দাদের সাথে কথা বলতে ওই এলাকায় গিয়েছিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহীন সরকার সহ বেশ কয়েকজন নেতা কর্মী। শাহিন সরকার বলেন, “মন্ত্রীর নির্দেশ পেয়ে আমরা এই জলমগ্ন হয়ে পড়া নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার ৯১ নম্বর বুথ পরিদর্শনে এসেছিলাম। এলাকার বাসিন্দাদের সাথে কথা হয়েছে। মূলত জয়ী সেতুর হওয়ার জন্য এই এলাকায় জল জমে জলমগ্ন হয়ে পড়েছে। ওই সেতুর সংযোগকারী রাস্তায় আরও দুটি সেতু কাজ চলছে। ওই কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না। তবে এই এলাকার বাসিন্দাদের সাথে সমস্যা না মেটা পর্যন্ত আমরা পাশে থাকবো।
ওই এলাকার বাসিন্দা বলেন, সব ঘরেই জল ঢুকে গিয়েছে। ফলে রান্না বন্ধ। প্রায় অভুক্ত অবস্থায় আমাদের দিন কাটাতে হচ্ছে। এভাবে আর কতদিন কাটাতে হবে, জানি না।

Developed by