Breaking
26 Dec 2024, Thu

শিলিগুড়িতে মধুচক্রের পর্দাফাঁস! গ্রেপ্তার ৮

জেএনএফ ওয়েব ডেস্ক :- চক্রের পর্দাফাঁস! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছিল শিলিগুড়ির একটি হোটেলে চলছিল দেহব্যবসার কারবার। গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার ৮ জন। ওই হোটেল থেকে উদ্ধার ৬ যুবতি। অভিযুক্তরা হল সজল চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, প্রশান্ত সরকার, শমিক চ্যাটার্জি, অনিল সিং, গজানন কোলাপুর এবং হোটেল মালিক মনি পাল, হোটেল কর্মী সুহান রায়। শনিবার ধৃত ওই ৮ জনের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আদালতে তোলা হয়েছে।। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ।
গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, শহরের বাইরে থেকে যুবতিদের এনে শিলিগুড়ির বিধান মার্কেটের এম্পিস হোটেলে চলছিল রমরমা দেহ ব্যবসার কাজ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা বিভাগ এই চক্রের পর্দাফাঁস করে। উদ্ধার হওয়া যুবতিদের মধ্যে দুজন দক্ষিণ ২৪ পরগণা, একজন বিহার, একজন কোচবিহার, ১ উত্তর দিনাজপুর এবং আর একজন উত্তর ২৪ পরগণার বাসিন্দা।

Developed by