জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা আবহের কথা মাথায় রেখে এলাকার মানুষের আর্থিক বিষয়টি চিন্তা করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ভর্তি ফি না নেওয়ার সিদ্ধান্ত নিলো স্কুল কতৃপক্ষ। সিদ্ধান্তে খুশি পড়ুয়া সহ অভিভাবক মহল। যেখানে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি ফি কমানোর বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্র সংগঠন থেকে অভিভাবক মহল সেখানে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ফি না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভিভাবক মহল সহ সর্বস্তরের মানুষ।এমনি নজিরবিহীন সিদ্ধান্ত নিতে দেখা গেলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে গ্রামীণ এলাকার মানুষদের কথা মাথায় রেখে বিনা ফি তে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।