Breaking
25 Dec 2024, Wed

নদীয়ার তেহট্ট মহাকুমা হাসপাতালে অব্যবস্থার মধ্যে টিকার লাইনে দাড়াতে হচ্ছে বয়স্ক থেকে সাধারণ মানুষকে

জেএনএফ ওয়েব ডেস্ক :- তেহট্ট মহকুমা হাসপাতালে অব্যবস্থার কারণে ভীষণ ক্ষুব্ধ সাধারণ মানুষ, অভিযোগ এখন কোভিড টিকাকরণ চলছে এই হাসপাতলে। এর জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অথচ সঠিক কোনো ব্যবস্থা নেই। মাথার ওপর ত্রিপল ছিঁড়ে গেছে সেখানে বৃষ্টির জল এসে পড়ছে বয়স্ক মানুষদের গায়ে কিছু জায়গায় পুরো ত্রিপল ছিঁড়ে গেছে তার ফলে এখন ঘোর বর্ষায় বৃষ্টিতে ভিজে টিকার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বৃদ্ধ ও সাধারণ মানুষদের‌।এছাড়াও তেহট্ট হসপিটাল অপরিস্কার নোংরা আবর্জনা ভর্তি। এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে টিকা নিতে এসে অন্য রোগে আক্রান্ত হতে পারেন মানুষ এরকমই আশঙ্কা এলাকাবাসী অবশ্য এই নিয়ে এদিন রোগী কল্যাণ সমিতির নির্বাচন এর পর প্রথম সভায় সোচ্চার হলেন তেহট্টের বিধায়ক তথা হাসপাতালের চেয়ারম্যান তাপস কুমার সাহা।

Developed by