Breaking
24 Dec 2024, Tue

সেঞ্চুরি করলো পেট্রোল!

জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোলের মূল্যবৃদ্ধি ধাপে ধাপে সেঞ্চুরি পেড়িয়ে গেলো।আলিপুরদুয়ার জেলায় পেট্রোলের বর্তমান মূল্য ১০০ টাকা ১০ পয়সা।দিনের পর দিন পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি ঘটায় নাজেহাল সাধারণ মানুষ। পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির ফলে আকাশ ছোঁয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের।রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে এর হাত থেকে নিস্তার চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষের অভিযোগ, পেট্রোপণ্য সহ রান্নার গ্যাসের দাম, ইলেকট্রিক বিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়ে চলছে, দ্রুত পদক্ষেপ গ্রহন না করলে বাঁচা দায় হয়ে পড়বে।

Developed by