জেএনএফ ওয়েব ডেস্ক:- জলমগ্ন এলাকা। জলমগ্ন বাড়ি ঘর। আর তার জেরেই প্রতিবাদ বিক্ষোভে পথ অবরোধ। জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় প্রায় ৫০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে লাগাতার বৃষ্টির ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরই প্রতিবাদে সেনপাড়া রাস্তাটি স্থানীয় বাসিন্দারা বন্ধ করে দেন শনিবার সকালে। তাদের অভিযোগ, পুরসভাকে একাধিকবার জানানো হলেও জল নিকাশির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত সমাধান না হলে এভাবেই বিক্ষোভ-অবরোধ করবেন তারা বলে হুঁশিয়ারি দিয়েছেন। বাসিন্দারা বলেন, ঘরের মধ্যে শিশুরা রয়েছে। সাপ ঢুকে যাচ্ছে অনবরত। বিক্ষোভের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জলপাইগুড়ি পুরসভা। পুর কর্তৃপক্ষের উদ্যোগে এদিনই ড্রেন পরিস্কার করার ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি পুর প্রতিনিধিও এলাকা ভিজিট করেন। এ বিষয়ে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের ওই এলাকায় নিয়ম মেনে অনেকেই বাড়ি ঘর করেন নি। ফলে নিকাশির ক্ষেত্রেও কিছু সমস্যা হয় পুরসভার। লাগাতার বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে এবং তা দ্রুত গতিতে সরানোর ব্যবস্থা গ্রহণ করছে পুরসভা বলে জানান তিনি। পাশাপাশি অবরোধমুক্ত হয়েছে রাস্তা বলে জানান সন্দীপবাবু।