জেএনএফ ওয়েব ডেস্ক :- শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের মৌলানিজোতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর একটি দোকান থেকে আফিম ও ডোডো সহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম সন্দীপ কুমার সিং(৩০)। সে মৌলানিজোত এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ৭০০ গ্রাম আফিম এবং ৫ কেজি ৫০০ গ্রাম ডোডা উদ্ধার হয়। উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ও ডোডোর মূল্য কয়েক হাজার টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া আফিম ও ডোডো গুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।