জেএনএফ ওয়েব ডেস্ক :গত কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও। যার কারনে জলপাইগুড়ি শহরের বেশকিছু নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। যার ফলে নাজেহাল নিচু এলাকার বাসিন্দারা।। গতকাল সারা রাত বৃষ্টি হওয়ায় পুরসভার তিন নং ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায় জল জমে যায়। ঐ এলাকার স্থানীয় কিছু বাড়িতেও জল ঢুকে যায়।। ঘরের ভেতর জল ঢোকার ফলে বাড়ির নিত্যপ্রয়োজনীয় কাজের সমস্যা দেখা দেয়।। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হয় এলাকার বাসিন্দারা।। বিগত কয়েক বছরধরে এলাকার জল সংক্রান্ত বিষয়ে কোনো উন্নতি হয়নি বলে দাবি এলাকাবাসীর।। যার ফলে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোপ উবরে দেয় বেশ কিছু এলাকাবাসি।। এলাকার বাসিন্দা গৌতম কুন্ডু জানান,, এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রতিবছর বর্ষা এলেই জলের সমস্যা পড়তে হয় এবং এই জল বেরোনোর জন্য কোন ব্যবস্থা নেই।। ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা করছি আমরা।। তিনি আরো জানান,, আমাদের এলাকার বর্ষার এই জল শুকোয় ডিসেম্বর মাসের রোদের তাপে।। যার ফলে বর্ষার এই কয়েকটি মাস জলমগ্নই থাকে আমাদের এই এলাকা বলে জানান তিনি।।