Breaking
1 Nov 2024, Fri

৩৪নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এর জন্য জাতীয় সড়কের পাশে ছোটখাটো দোকান ঘর ভেঙে দিল জাতীয় সড়ক নির্মাণ সংস্থা

জেএনএফ ওয়েব ডেস্ক  :- ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এর জন্য জাতীয় সড়কের পাশে ছোটখাটো দোকান ঘর ভেঙে দিল জাতীয় সড়ক নির্মাণ সংস্থা। দীর্ঘদিন ধরে p.w.d.র জায়গাতেই ব্যবসা করে এসেছেন ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য সেই দোকান গুলো ভেঙে রাস্তা সম্প্রসারণ এর কাজ চলছে। দোকান ভাঙ্গার ফলেই সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভেঙে দেওয়ার কারণেই তারা আজ চাকদা সড়কের উপর পথ অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ করেন। তাদের দাবি দোকানের পিছনে আরো সরকারি জায়গা রয়েছে সেখানেই তাদের পুনর্বাসন করাক সরকার। রাজ্যে চলছে লকডাউন যার জেরে কিন্তু সমস্যা রয়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। আর এই সময়ই এই রাস্তা সম্প্রসারণের জন্যই ভেঙে দেওয়া হল এই ছোট ব্যবসায়ীদের দোকান। এখন কিভাবে চলবে তাদের সংসার, তারা পুরোপুরি নির্ভরশীল ছিল এই দোকানের উপরে। এখন নয়, ভবিষ্যতেরও রোজকার বন্ধ হয়ে গেল এই ব্যবসায়ীদের।এই সমস্যায় দিন গুনছেন একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা জাতীয় সড়কের পাশেই ছোট্ট চালা ঘর করে দোকান চালাতেন। কেউ বসতেন মাছ নিয়ে আবার কেউ চায়ের দোকান সহ একাধিক ব্যবসার সঙ্গে তারা জড়িত ছিলেন। এখন তারা কি করবেন সেটাই চিন্তা তাদের । তাদের চিন্তা অদূর ভবিষ্যৎ নিয়েও। পরিবারের মুখে দুমুঠো অন্ন কিভাবে তুলে দেবেন সেই চিন্তা এখন তাদেরকে গ্রাস করেছে। একাধিক পরিবার তারা এই দোকানের উপরে নির্ভরশীল ছিলেন। তাই তারা আজ পথ অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ করেন। পথ অবরোধের ফলেই যানজটের সৃষ্টি হয় চাকদাহ ৩৪ নম্বর জাতীয় সড়ক সহ চাকদহ শহরেও এই যানজটের প্রভাব পড়ে । পরে চাকদা থানার পুলিশ গিয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আনে এবং স্বাভাবিক হয় যানবাহন পরিষেবা।

Developed by