Breaking
1 Nov 2024, Fri

করোনার গ্রাসে বন্ধের মুখে তাঁত শিল্প!

জেএনএফ ওয়েব ডেস্ক :- একটা সময় তাঁতের শাড়ি পৌঁছে যেত পার্শ্ববর্তী জেলা সহ ভিন রাজ্য গুলিতে। যদিও করোনা আবহে ব্যাবসা প্রায় বন্ধের মুখে ফলে চরম সমস্যায় পড়েছেন তাঁত শিল্পীরা।করোনার জেরে প্রায় বন্ধ তাঁত বুনা। এদিকে ধীরে ধীরে দুর্গাপুজো এগিয়ে আসছে। এখনও নতুন তাঁতবস্ত্রের বরাত আসেনি। তাঁতের বরাত না পেয়ে মাথায় হাত পড়েছে ১৫ টি তাঁত শিল্পী পরিবারের। ওই শিল্পীদের আক্ষেপ, তাদের দুর্দশার দিকে নজর দিচ্ছে না কেউ। সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁরা। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দেওডাঙ্গায় প্রায় ১৫ তাঁত শিল্পী পরিবারের বসবাস। জানা গিয়েছে, কেউ ২৩ বছর ধরে তাঁত বস্ত্র বুনছেন, আবার কেউ ১৫   বছর ধরে এই কাজ করছেন। সারা বছর তাঁতবস্ত্র বুনেই সংসার চালান এই শিল্পীরা। এই এলাকার তাঁতের শাড়ি অন্য জেলার বাজারে সুনাম অর্জন করেছে। কিন্তু করোনার থাবায় বহু দিন থেকে বন্ধ রয়েছে তাঁতযন্ত্র। ফলে পরিবার নিয়ে চরম সমস্যায় পড়েছেন শিল্পীরা। জানা গিয়েছে, অন্য বছর এই সময় পুজো উপলক্ষে বরাত পেয়ে জোরকদমে তাঁতের শাড়ি বোনার কাজ চলে। তবে এ বছর ছবিটা সম্পূন আলাদা। তাঁত শিল্পীরা জানিয়েছেন, ” ১৫ বছর ধরে তাঁত বস্ত্র বুনছি। করোনার জেরে বহু দিন থেকে কোন কাজ করতে পারিনি। এদিকে পুজো এগিয়ে এলেও কাজের কোন বরাত আসছে না। কি করবো বুঝতে পারছি না।”

Developed by