Breaking
24 Dec 2024, Tue

করোনার অতিমারিতে পরীক্ষার ফি কমানোর দাবি কলেজ পড়ুয়াদের, ঘেরাও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার!

জেএনএফ ওয়েব ডেস্ক :
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলেজ পরীক্ষার ‘ফি’ মুকুবের দাবিতে আন্দোলনে নামলেন ছাত্রছাত্রীরা। আজ কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অফিসের সামনে স্টুডেন্ট স্ট্রাগল কমিটি, কোচবিহার নামে ছাত্রছাত্রীদের একটি সংগঠনের পক্ষ থেকে ওই বিক্ষোভ দেখানো হয়।
ওই ছাত্রছাত্রদের পক্ষে বলা হয়, করোনা কালে টানা লকডাউন চলেছে। এখনও সরকারি বিধি নিষেধ রয়েছে। এতে মানুষের রোজগার মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। অনেকেই চাকরি হারিয়েছেন। ছোট মোট ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। প্রায় প্রত্যেকটি পরিবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ গুলোতে যাতে পরীক্ষার ‘ফি’ না নেওয়া হয়, তার দাবি জানাতেই এই আন্দোলন বলে ছাত্রছাত্রীদের জানানো হয়েছে। তাঁদের দাবি না মানা পর্যন্ত ওই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলেও কার্যত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে।
পরীক্ষার ‘ফি’ বাড়ানো কমানো বা মুকুব করে দেওয়ার পুরো বিষয়টি কলেজ গভর্নিং বোর্ডের বলে জানিয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আব্দুল কাদের সাফেলি বলেন, “করোনা অতিমারির সময় এভাবে জমায়েত করে আন্দোলন না করে তাঁদের দাবিপত্র দিয়ে যাওয়ার জন্য বলেছি। যদি দাবিপত্র দিয়ে যায় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যা দাবি থাকবে, তা নিয়ে আমরা আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করব। আর যদি কলেজ গুলির কাছে কোন দাবিদাবা থাকে, তাহলে তা কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”

Developed by