Breaking
1 Nov 2024, Fri

জলপাইগুড়ি শহরে নতুন নিয়মে কনটেইনমেন্ট জোন তৈরি হবে

জেএনএফ ওয়েব ডেস্ক :- শুক্রবার জলপাইগুড়ি পুরসভা এলাকায় ৯ জন করণায় আক্রান্ত হলেন। পাশাপাশি জলপাইগুড়ি শহরে নতুন নিয়মে কনটেইনমেন্ট জোন তৈরি হবে। এদিন জেলাশাসক এর সাথে আলোচনা করে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। করোনা আক্রান্তের বাড়ির ডানদিকে ৫০ মিটার এবং বাম দিকে ৫০ মিটার করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দৈনিক সংক্রমনের চেয়ে শহরে অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটা বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৈকত বাবু। তিনি বলেন, জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সাথে এদিন একটি বৈঠক করে নতুন কনটেইনমেন্ট জোন গুলিকে ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রো কনটেইনমেন্ট জোন গুলিতে পুলিশি প্রহরাও থাকবে। মাইক্রো কনটেইনমেন্ট জোন এর ফ্লেক্স এ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে জরুরী ফোন নম্বর ও পুরসভার ফোন নাম্বার দেওয়া থাকবে। যেকোনো প্রয়োজনে পুরসভা সব সময় মানুষের পাশে রয়েছে বলে জানান সৈকত বাবু।

Developed by