Breaking
24 Dec 2024, Tue

জলপাইগুড়ি ফের লোকালয় থেকে উদ্ধার হলো অজগর

জেএনফ ওয়েব ডেস্ক :জলপাইগুড়ি ফের লোকালয় থেকে উদ্ধার হলো অজগর। বর্ষা শুরু হতেই ডুয়ার্সের একাধিক জায়গা থেকে প্রায় প্রতিনিয়ত লোকালয়ে চলে আসছে অজগর। শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকায় একটি জালে আটকে পরে অজগরটি। স্থানীয় বাসিন্দারা সাপটিকে দেখতে পান। এরপর বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। পাশ্ববর্তী খট্টিমারি জঙ্গল থেকেই অজগরটি লোকালয়ে চলে এসেছে বলে অনুমান করা হচ্ছে। এর আগেও একাধিকবার ঐ এলাকা থেকে অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলে ছাড়া হবে বলে জানা গেছে।

Developed by