Breaking
23 Dec 2024, Mon

পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুর গোবিন্দপুর পেট্রোল পাম্পে বিক্ষোভ সি, আই, টি ইউর,

পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুর গোবিন্দপুর পেট্রোল পাম্পে বিক্ষোভ সি, আই, টি ইউর, শুক্রবার বেলা একটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভের মধ্য দিয়ে তাদের দাবি যখন করোনা আবহের মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ে গোটা দেশ আতঙ্ক একের পর এক লকডাউনে কাজ হারিয়েছে সাধারণ মানুষ। এছাড়াও প্রত্যেকেই গৃহবন্দী, কর্মসংস্থান নেই, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া মানেই সমস্ত জিনিসের উপরে তার প্রভাব পড়বে। সাধারণ মানুষের রোজগার নেই, পকেটে টাকা নেই, যেখানে করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে সাধারণ মানুষ কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সম্পর্কে কোনো হেলদোল নেই। বড় বড় কর্পোরেটদের ঘরে কোটি কোটি টাকা মুনাফা ঢুকবে, আর গরিব মানুষের পকেট কাটা নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। কোটিপতিদের স্বার্থে কেন্দ্রীয় সরকার জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, যারা নির্বাচনের আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ তারা বলেছিল আম আদমির স্বার্থেই সরকার চালাবে। কিন্তু মোদি সরকারের সেই প্রতিশ্রুতি কোথায় গেল, ভোট মিটে যাওয়ার পরে প্রতিদিনই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস। দিন আনা খেটে খাওয়া মানুষ গুলি কোথায় যাবে, তাদের কথা ভাবি নি একবারো মোদি সরকার। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকারের টিকে থাকার পরিকল্পনা এভাবে চলতে পারে না। তাই গোটা রাজ্যে ও জেলার পাশাপাশি আমরা শান্তিপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা কেন্দ্র সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত যদি বদল না হয় তাহলে আগামী দিনে আরো বড়সড় বিক্ষোভের পথে হাঁটবো আমরা।

Developed by