Breaking
23 Dec 2024, Mon

শিলিগুড়িতে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৩

জেএনএফ ওয়েব ডেস্ক:
শিলিগুড়ির জংশন থেকে ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের নাম কল্যাণ দে(৬২) আবদুল গফর(৪৭) বিকি রায়(২১)। ধৃতদের মধ্যে কল্যাণ ও বিকি আশিঘর এবং আবদুল এনজেপি এলাকার বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি জংশন এলাকায় তিনজন ঘোরাঘুরি করছিল। এর পরেই  সন্দেহ হয় পুলিশের। এবং তিনজনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমান ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে হয়।

Developed by