Breaking
14 Jan 2025, Tue

কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে মিনি বাস দুর্ঘটনায় মৃত্যু হলেন পুলিশ কর্মী বিবেকানন্দ ডাবের,জামবনির চিচিড়ায় শোকের ছায়া!

জেএনএফ ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সকালে কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে মিনি বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃতের নাম বিবেকানন্দ ডাব। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অন্তর্গত চিচিড়া এলাকায়। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন। বাড়িতে রয়েছেন তাঁর বাবা-মা, স্ত্রী ও এক সন্তান। বিবেকানন্দের বন্ধুরা জানিয়েছেন,‘ও খুব ভালো মনের ছিল। সকলের বিপদে এগিয়ে এসে পাশে দাঁড়াত। ওর মর্মান্তিক দুর্ঘটনার শোনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ কয়েক দিন আগেই বিবেকানন্দ তাঁর স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে রেখে যান। এদিনের ঘটনার কথা জানার পর থেকে অবিরাম কেঁদে চলেছেন পরিজনেরা। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন,‘কলকাতা পুলিশের কর্মী বিবেকানন্দ ডাবের বাড়ি জামবনির চিচিড়া এলাকায়। কলকাতায় সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ কর্মীর দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছাবে। জামবনি থানাকে শেষকৃত্য সম্পন্নের জন্য সব কিছুর ব্যবস্থা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

Developed by