জেএনএফ ওয়েব ডেস্ক : ভুয়ো আইএএস অফিসারের পর এবার ভুয়ো সিবিআই অফিসার! সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ম্যাট্রিমনির মাধ্যমে পুরাতন ঝাড়গ্রামের বাসিন্দা তনুশ্রী চ্যাটার্জীকে বিয়ে করার অভিযোগ উঠেছে অর্ণব মজুমদারের বিরুদ্ধে। এ বছর ১৪ মার্চ অর্ণব মজুমদার একা ঝাড়গ্রামে এসে রেজিস্ট্রি বিয়ে করে নিয়ে যায় তনুশ্রীকে। বিয়ে করে তনুশ্রীকে নিয়ে রাজারহাটের একটি ফ্ল্যাটে ওঠে অর্ণব মজুমদার। তারপর তনুশ্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ উঠে ভুয়ো সিবিআই অফিসার অর্ণব মজুমদারের বিরুদ্ধে। তখন তনুশ্রী জানতে পারে, এর পরিচয় গোপন করে বিয়ে করেছে। এমনকি অর্ণব মজুমদার স্ত্রীকে জানায়, তার বদলি হয়েছে মায়ানমারে। সেখানে চলে যেতে হবে। তারপর সন্দেহ আরো ঘনীভূত হয়। ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে করা স্বামীর কাছ থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে আসে তনুশ্রী চ্যাটার্জী। গত ১৮ জুন তনুশ্রী ঝাড়গ্রাম থানায় তাঁর ‘ভুয়ো’ স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তারপর পুলিশ তদন্তে নেমে জানতে পারেন অভিযুক্ত ব্যক্তির নাম অর্ণব মজুমদার নয় তার আসল নাম অর্নিবান কাঞ্জিলাল। বাড়ি কলকাতার জোড়াবাগানে। পুলিশ আরো জানতে পারে অভিযুক্ত ইতিমধ্যে একটি কসবা থানার অধীনে প্রতারণা মামলায় প্রেসিডেন্সি জেল বন্দি রয়েছে। পুলিশ তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে শোন অ্যারেস্টের আবেদন করেন। বৃহস্পতিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে আসে পুলিশ। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও বধূ নির্যাতনের ধারায় মামলা রুজু করেছে। ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত সিজেএম বিচারক ঋষি কুশারীর এজলাসে তোলা হয়। সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন,‘বিচারক তদন্তের স্বার্থে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।’