‘
জেএনএফ ওয়েব ডেস্ক : নিজের জমানো টাকা দিয়ে ঝাড়গ্রামের মাসাংডিহির বাসিন্দা বৃদ্ধ মনোরঞ্জন মুর্মু কিনেছিলেন পিকআপ ভ্যান। দেখভাল নিজে করতে পারবে না ভেবে এক পরিচিতের মাধ্যমে ২০১৬ সালে মাসিক চুক্তিকে গাড়িটি ভাড়া দেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কেশিয়াশোল গ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর মাহাতোকে। কয়েক মাস গাড়ির ভাড়া পেলেও দিন গড়াতে থাকলে ভাড়া আর পাননি বৃদ্ধ। বার বার বলা সত্ত্বেও গাড়ির ভাড়া না পেয়ে চিন্তায় পড়েছিলেন তিনি। বুদ্ধেশ্বর মাহাতো বৃদ্ধের পিকআপ ভ্যান গাড়িটিকে কার্যত ‘আটক’ করে রেখেছিলেন। ভাড়া ও গাড়ি দুটি কোনটি না পেয়ে একেবারে ভেঙে পড়েছিলেন অজপাড়া গাঁয়ের আদিবাসী বৃদ্ধ। লোক মারফত বৃদ্ধ জানতে পারেন বিনা পয়সায় ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবার কথা। তারপর বৃদ্ধ মনোরঞ্জন মুর্মু গাড়ি ফেরতের জন্য গত ২৫ মার্চ ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অভিযোগ করেন। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা অভিযোগ পেয়ে উভয় পক্ষকে আইনি নোটিশ পাঠান। তারপর উভয় পক্ষকে আদালতে বসিয়ে মীমাংসা করে গাড়ি হস্তান্তর করা হয় গাড়ির প্রকৃত মালিকের হাতে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম আদালত চত্বরে বিচারকের উপস্থিতিতে গাড়িটি পেয়ে খুশি বৃদ্ধ মনোরঞ্জন মুর্মু। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা বলেন,‘মানুষ যে কোন সমস্যায় বা অসুবিধায় পড়লে আমাদের কাছে এলে আমরা বিনা খরচে তাকে আইনি পরিষেবা দিয়ে ন্যায়বিচার দিতে সব সময় প্রস্তুত আছি।’