Breaking
23 Dec 2024, Mon

শান্তিপুর থানার কর্তব্যরত দুই মহিলা কনস্টেবল গুরুতর আহত পথ দুর্ঘটনায়

জেএনএফ ওয়েব ডেস্ক : বুধবার সকাল আটটা নাগাদ শান্তিপুর পুলিশ স্টেশন থেকে নৃরসিংহপুর কালনা ঘাটের দিকে, একটি স্কুটি চেপে শান্তিপুর থানার কনস্টেবল সুপর্ণা পাল, এবং দীপ্তি রায় দুজনে যাচ্ছিলেন। 23 নম্বর ওয়ার্ডের বকুলতলার কিছুটা আগে হঠাৎ সজোরে আছড়ে পড়েন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, কি কারণে এই দুর্ঘটনা তার জানতে না পারলেও, এলাকাবাসীর তৎপরতায় আহত দুই কনস্টেবলকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয়, দুজনেই গুরুতর জখম হয়েছে বলে জানা যায় শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে।
পরিবার সূত্রে জানা যায়, সুপর্ণা পালের স্বামী সুদীপ্ত সাহা এক নম্বর কলোনির বাসিন্দা, অন্যদিকে দীপ্তি রায় স্বামী ননীকান্ত মন্ডল মেথির ডাঙ্গায় বাড়ি।

Developed by