জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার জেরে চা শিল্পে ব্যাপক মন্দা প্রভাব। পাতার দাম নিম্ন মুখী। এই অবস্থায় জলপাইগুড়ি চা শিল্পে নতুন করে বিপদ ডেকে আনছে লুপার পোকা। শুয়োপোকার মত দেখতে এই পোকার উপদ্রবে এখন মাথায় হাত পড়েছে জলপাইগুড়ির ছোট বড় বহু চা বাগান মালিকের। জেলার চা চাষিদের সংগঠনগুলির আশঙ্কা, এই পোকার উপদ্রবে জেলার চা পাতা উৎপাদন চলতি মাসে কমতে পারে ৩০ শতাংশ ।তাদের আশঙ্কা জুলাই মাসে আরও ৫ শতাংশ পাতা কমে যেতে পারে। পরিস্থিতি এমন যে, লুপার পোকার হাত থেকে চা গাছ বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পোকার উপদ্রব মাত্রা ছড়িয়েছে জলপাইগুড়ির বেরুবাড়ী , সিংহিমারী ,জহুরী, কুকুরজান ও সুখানি চা বাগানগুলিতে পোকার প্রাদুর্ভাব সামাল দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন চা চাষিরা। এ বিষয়ে জলপাইগুড়ি খুদ্র চা চাষি সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী আক্ষেপ প্রকাশ করে বলেন , এই পোকার উপদ্রব আগেও ছিল কিন্তু এবার যেন মাত্রাছাড়া হয়ে গিয়েছে । অবস্থা এমন যে চা পাতা উৎপাদনের থেকে বেশি জরুরি চা গাছ বাঁচানো । যে সব বাগানে লুপার পোকার আক্রমণ হচ্ছে সেখানে গাছগুলি শীর্ণ হয়ে যাচ্ছে। বড় বাগানগুলির আর্থিক পরিকাঠামো অনেক ভাল সে ক্ষেত্রে যদিও পরিস্থিতি সামাল দিতে দ্রুত য়োজনীয় ব্যাবস্থা নিতে পারবে , কিন্তু ছোট বাগান গুলিকে পদক্ষেপ করতে অনেক আর্থিক সমস্যার মুখে পড়তে হবে। বলে তিনি জানান।