Breaking
23 Dec 2024, Mon

বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে সোমবার কল্যাণী মহকুমা শাসকের অফিসে সামনে বিক্ষোভ দেখালেন ডিওয়াইএফআই এবং রেড ভলেন্টিয়াররা

জেএনএফ ওয়েব ডেস্ক : বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে আজ সোমবার কল্যাণী মহকুমা শাসকের অফিসে সামনে বিক্ষোভ দেখালেন ডি ওয়াই এফ আই কর্মীরা, এবং রেড ভলেন্টিয়াররা। তাদের দাবি, কেন্দ্র এবং রাজ্য সরকার ভ্যাকসিন নিয়েও দলবাজি করছে! সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে সাধারণ মানুষের পাশে থাকতে, সে জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রেড ভলান্টিয়াররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও নিয়মিত কাজ করে চলেছে অথচ তাদের ব্রাত্য রেখে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শ্রমিক সংগঠনের নামে তৃণমূলের স্বজনপোষণ চলছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পাঠাতে ব্যর্থ! অথচ সেই ভ্যাকসিন বিক্রি হচ্ছে অর্থের বিনিময়ে। তাই সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে। মহকুমার শাসক কে একটি ডেপুটেশন দিলেন আজ তারা।

Developed by