Breaking
23 Dec 2024, Mon

অতিরিক্ত স্কুলের ফিস নেওয়ার অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের!

জেএনএফ ওয়েব ডেস্ক : অতিরিক্ত স্কুলের ফিস নেওয়ার অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। অন্যান্য উচ্চ বিদ্যালয় গুলির থেকেও অতিরিক্ত ফিস নিচ্ছে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়। এই অভিযোগে সোমবার স্কুলের গেটের সামনে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা অবস্থান-বিক্ষোভে বসে। স্কুলপড়ুয়াদের দাবি অবিলম্বে স্কুলের ফিস কমাতে হবে, এমনিতেই কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে আমাদের অভিভাবকরা। এরপর স্কুলের ফিস অতিরিক্ত নেওয়া হলে কিভাবে দেবে স্কুলের ফিস। স্কুলপড়ুয়াদের অভিযোগ শান্তিপুরের অন্যান্য উচ্চ বিদ্যালয়গুলিতে ফিস নেওয়া হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকা অন্যান্য স্কুলের তুলনায় প্রায় তিন ডবল ফিস নেওয়া হচ্ছে আমাদের স্কুলে কিন্তু আমাদের পরিবার এত টাকা পাবে কোথা থেকে। এমনিতেই দীর্ঘদিন ধরে কাজ না থাকার কারনে খুবই দুরবস্থার মধ্য দিয়ে চলছে আমাদের পরিবার দুবেলা কোনরকমে দু’মুঠো খেয়ে রয়েছি। বাবাদের সেরকম রোজগার নেই তাঁত বুনে কোনরকমে সংসার চালায়, তার উপরে স্কুলের অতিরিক্ত ফিস চাইবো কি করে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান ছাত্রদের অভিযোগ আমরা লিখিতভাবে জানাতে বলেছি ছাত্ররা যেটা বলছে অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুল বেশি ফিস নিচ্ছে এমনটা নয়। আমরা দ্বাদশ শ্রেণীর ম্যাগাজিন ও অন্যান্য বিষয়গুলির উপরে নজর দিয়েছি, তাতে দ্বাদশ শ্রেণীর ছাত্ররাই উপকৃত হবে। সেই কারণেই অন্যান্য স্কুলের তুলনায় একটু বেশি ফিস নেয়া হচ্ছে। তবুও ছাত্ররা যেটা অভিযোগ করছে সেদিকটাও আমরা দেখছি কি করা যায়।

Developed by