Breaking
23 Dec 2024, Mon

মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক যুবকের!

জেএনএফ ওয়েব ডেস্ক : মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পিঁপড়া গাছি গ্রামে।সাপে কাটার পর ওই যুবক বাড়িতে ছুটে আসে এবং পরিবারের সকলকে জানাই পরিবারের তরফ থেকে তড়িঘড়ি ওই যুবককে একা বাড়িতে নিয়ে যায়। ওঝা বাড়িতে ঝাড়ফুঁক করার কারণেই অনেকটা সময় অতিবাহিত হয়। অবশেষে তারা ওই সাপে কাটা রোগী কে নিয়ে চাপড়া গ্রামীন হসপিটালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের গাফিলতির ফলেই মৃত্যু যুবকের। যেখানে বারংবার সরকারিভাবে বিভিন্ন প্রচারের মাধ্যমে প্রতিটি মানুষকে সচেতন করা হচ্ছে ঠিক সে জায়গায় এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে এই গ্রামের মানুষ। তারা এখনো কাল্পনিক রীতি রিয়াজ এর মধ্যেই আবদ্ধ রয়েছে বলেও মনে করা হচ্ছে। গোটা পৃথিবীতে যখন স্বাস্থ্য পরিসেবা এত উন্নয়ন ঠিক তখনও বিভিন্ন গ্রামে রয়েছে ঝাড়ফুঁক ওঝাদের কুসংস্কারচ্ছন্ন চিকিৎসা। আর এই কুসংস্কারের প্রভাবে মৃত্যু হল সুদিপ্ত ঘোষের মতো যুবকদের। এক প্রকার কুসংস্কারের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ল সুদিপ্ত ঘোষ। সরকারি এত বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও এখনো মানুষের মনে বিশ্বাস জাগিয়ে রেখেছেন ঝাড়ফুঁকে ওঝারা। সঠিক সময়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আনতে পারলে হয়তো প্রাণে বেঁচে যেত ছোট্ট যুবক সুদিপ্ত ঘোষ।

Developed by